তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর রায়পুরা পৌরসভা নির্বাচন। নির্বাচনে এই প্রথম ভোটগ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে। উপজেলা নির্বাচন অফিসার ও রায়পুরা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রতিটি কেন্দ্রে থাকবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রয়োজনীয় মেশিনপত্র। ভোটাররা ইচ্ছা করলে নিজ কেন্দ্র্রে যোগাযোগ করে শিখে নিতে পারবেন ইভিএম পদ্ধতির ভোট।
গত ১০ নভেম্বর পর্যন্ত রায়পুরা পৌরসভা মোট ভোটার হচ্ছেন ২৭ হাজার ২ জন। এর মধ্যে পুরুষের ভোটার ১২ হাজার ৯৫০ এবং নারী ১৩ হাজার ৫৬৭ জন।