শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন। এই নিয়ে তিনি পরপর তিনবার গাড়াদহ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ১০ ইউপিতে নির্বাচন। গাড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম আক্তার ও তার সহধর্মিণী মোছা. মর্জিনা খাতুন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আবদুস ছালাম এ বিষয়ে জানান, মো. সেলিম আক্তার এবং মোছা. মর্জিনা খাতুন প্রার্থিতা প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।