মেক্সিকো ভ্রমণের জন্য বিমানে উঠতে যাচ্ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও মডেল অলিভিয়া কালপো। কিন্তু বিমানে ওঠার আগেই তাকে প্রশ্নের মুখে পড়তে হলো। যাত্রার জন্য তাকে অতিরিক্ত পোশাক পরতে বলা হয়। কেননা তিনি ছিলেন ‘স্বল্পবসনা’।
কালপো নিজের ছবি দিয়ে ইনস্ট্রাগ্রামে ভক্তদের কাছে নালিশও করেন, এই পোশাকে তাকে বিমানে উঠতে দেওয়া হচ্ছে না। এটা কি অপরাধ? কর্তৃপক্ষ তাকে টপস পরতে নির্দেশ দিয়েছে। এতে তিনি বিস্ময় প্রকাশ করেন! যদিও আমেরিকান এয়ারলাইন্স বলছে, আপত্তিকর পোশাকে যাত্রা করা যাবে না। অবশেষে কর্তৃপক্ষের নির্দেশ মানতেই বাধ্য হয়েছেন কালপো। ঘটনাটি বৃহস্পতিবারের। সিএনএন