আবারও বাংলাদেশে এসেছেন স্টিভ রোডস। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শক তিনি। গতকাল সংবাদমাধ্যমকে জানালেন, এখানকার মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি বলেন, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে। এখানকার মানুষ সবসময়ই বন্ধুবৎসল, আমি খুবই সম্মানিত বোধ করি, উপভোগ করি।’ কুমিল্লার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। এই দলটির শিরোপা জয়ের গৌরব রয়েছে। রোডস জানালেন কুমিল্লার সাফল্যযাত্রায় তিনি অংশ হতে চান। ইংলিশ এ কোচ বলেন, ‘সালাউদ্দিন কোচ হিসেবে খুব সফল, শুধু বিপিএলে না, যেভাবে সে সেরা ক্রিকেটারদের উঠে আসতে সাহায্য করে, তা এক কথায় দারুণ। আমি এখানে সাহায্য করতে এসেছি, শুধু ক্রিকেটারদের না কোচদেরও। আশা করি আমার ক্রিকেট অভিজ্ঞতা এখানে কাজে দেবে।’ এক বছরের মতো টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করা রোডস জানালেন, তিনি সবসময়ই বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে আমার সময়টা খুব উপভোগ করেছি। সামনের ৫টা সপ্তাহ কুমিল্লার সঙ্গে থাকব। হ্যাঁ, সত্যি আমি বাংলাদেশ ক্রিকেটে কী যাচ্ছে, আপনারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কীসের ভেতর দিয়ে গেছেন, সবই অনুসরণ করেছি।’ বিপিএলে নিজের দল নিয়ে দারুণ আশাবাদী রোডস। তিনি বলেন, ‘আমাদের বিদেশি ক্রিকেটারও ভালো, দলে তরুণ ক্রিকেটারও ভালো আছে। মুমিনুল-ইমরুল ও বিদেশি মিলিয়ে আমাদের দারুণ মিশ্র দল হয়েছে।’ রোডসকে বাদ দেওয়ার পর বিসিবি থেকে জানানো হয়েছিল পারস্পরিক সমঝোতায় সম্পর্কোচ্ছেদ হয়েছে। অতীত নিয়ে রোডস নিজেও বেশি কিছু বলতে চাইলেন না। তিনি বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলোয় যদি আপনি দেখেন, শুধু পাকিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমরা দারুণ খেলেছিলাম। এমনকি ইংল্যান্ড ও ভারতের কাছে হারের ম্যাচগুলোতেও। বিশ্বকাপের আগে ও পরে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। আমরা কিছু ভালো জয়ও পেয়েছিলাম। মানুষ যেমনটি খারাপ মনে করে, আমি মনে করি না এতটা খারাপ ছিল। আমি এটুকুই বলতে চাই যে, এই পরিবেশে আসতে পেরে আমি খুবই খুশি।’