একমাত্র ফুটবলার হিসেবে ছয়বার ইউরোপীয় কাপ বিজয়ী রিয়াল মাদ্রিদ কিংবদন্তি প্যাকো জেন্টো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। জেন্টোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ গতকাল এ কথা জানিয়েছে।
জেন্টোর ২৩টি ট্রফি জয়ের ক্লাব রেকর্ড ৫০ বছরের বেশি সময় পর্যন্ত অক্ষত ছিল। সোমবার বদলি হিসেবে সুপার কাপ জয়ের মাধ্যমে ওই রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল অধিনায়ক মার্সেলো। ক্যারিয়ারে ৬০০ ম্যাচে অংশ নিয়ে ১৮২টি গোল করেছেন জেন্টো। ১৯৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কালে তিনি ১২টি লিগ ও দুটি স্প্যানিশ কাপের শিরোপাও জয় করেছেন। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘ক্লাবের সভাপতি ও পরিচালনা বোর্ড বিশ্ব ফুটবল ও আমাদের ক্লাবের শ্রেষ্ঠ কিংবদন্তিদের এক জেন্টোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ফুটবলের ইতিহাসে প্যাকো জেন্টো একমাত্র ফুটবলার যিনি ছয়বার ইউরোপীয় কাপ জয় করেছেন।’ শ্রেষ্ঠত্বের জন্য ক্লাব ও ফুটবলভক্তরা তাকে চিরদিন স্মরণে রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।