জীবন বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে উত্তর সাজিয়ে জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী এ মামলাটি করেন বলে জানিয়েছেন কমিশন সচিব মো. মাহবুব হোসেন। মামলায় জীবন বীমা করপোরেশনের এমডি জহুরুল হক এবং প্রতিষ্ঠানটির এজিএম মোহাম্মদ মাহবুবুল আলমকে আসামি করা হয়েছে বলে জানান তিনি। এজাহারে বলা হয়, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক- এই তিনটি পদে নিয়োগ পরীক্ষার এমসিকিউ প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে অভিনব পন্থায় তারা জালিয়াতি করেছেন।