নাটোরের সিংড়ায় শবে বরাতের রুটি ভাগ করা নিয়ে সংঘর্ষ ও জোড়া খুনের মামলায় সাতজনকে ৭ বছর করে কারাদÐ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি আরিফুর রহমান জানান, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি সিংড়া উপজেলার মৌগ্রামে শবে বরাতের রুটি ভাগ করা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আক্কাস আলী ও সিকিস প্রামাণিক নিহত হন।
এ ঘটনায় সিকিস প্রামাণিকের ছেলে আমির হামজা পরদিন সিংড়া থানায় ১০ জনকে অভিযুক্ত করে হত্যামামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ১১ জুন আদালতে চার্জশিট প্রদান করে।
অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ না হলেও সংঘর্ষে জড়ানোর প্রমাণ পাওয়ায় তাদের ওই দÐাদেশ প্রদান করেন বিচারক। মামলার বিচার চলাকালে এক অভিযুক্তর মৃত্যু হয়েছে। আর অপর এক অভিযুক্তকে খালাস প্রদান করেছে আদালত।