advertisement
advertisement
advertisement.

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লালমনিরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২ ১০:২৪ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১০:৫২ পিএম
advertisement..

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের রিপন মিয়া (২৮) ও একই এলাকার মনির উদ্দিন (১৮)।

জানা গেছে, গত রোববার রাতে রিপন ও মনির তাদের প্রতিবেশী ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে রেখে তাকে ধর্ষণ করেন।

advertisement

এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরদিন সোমবার সকালে অভিযুক্তরা তাকে ফেলে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন মিয়া ও মনির উদ্দিনকে আটক করে। এ ঘটনায় আজ মঙ্গলবার ওই ছাত্রীর মা মামলা করলে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তদের আটক, পরে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থানে নেওয়া হবে।