যুক্তরাষ্ট্রের মিশিগানে গভর্নরের পরিষেবা অ্যাওয়ার্ড পেয়েছেন এপিআইএ ডিরেক্টর বাংলাদেশি রেবেকা ইসলাম। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং মিশিগান কমিউনিটি সার্ভিস কমিশন সম্প্রতি রেবেকাকে গভর্নরস সার্ভিস অ্যাওয়ার্ড বিজয়ীদের একজন হিসেবে ঘোষণা করেছে।
রেবেকা মহামারিকালীন সমস্যাগুলোকে সমর্থন করার ক্ষেত্রে পার্থক্য তৈরি করেছেন। তিনি এশিয়ান আমেরিকান প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীর অধিকার ও সম্পদের জন্য তার প্রচেষ্টা এবং কমিউনিটিতে কোভিড-১৯ টিকা বিতরণে সহায়তার জন্য এই পুরস্কার পাচ্ছেন।
রেবেকা ইসলামের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা গর্বিত। তিনিই প্রথম বাংলাদেশি যিনি মিশিগান গভর্নরের কাছ থেকে পরিষেবা অ্যাওয়ার্ড পেলেন।