আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজে শতভাগ দর্শক থাকবে। তবে করোনা যেহেতু এখনও পুরোপুরি নির্মূল হয়নি, তাই মানতে হবে কিছু সতর্কতা।
চট্টগ্রামে প্রথম টেস্টের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা, আর সর্বোচ্চ ৫০০ টাকা।
বৃহস্পতিবার এই সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণ করা হয়। যেখানে চট্টগ্রাম টেস্টে গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, রুফটপ ৫০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডে ৫০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। মিরপুরে টিকিটের মূল্য ধরা হয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি ৩০০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০, ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।