মিগুয়েল ফিগুইরার জোড়া গোলে বাংলাদেশ পুলিশকে ২-১ ব্যবধানে হারাল বসুন্ধরা কিংস। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া কিংস বিরতির পর একটি গোল হজম করে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অস্কার ব্রুসোনের শিষ্যরা।
বৃহস্পতিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে খেলার ১২তম মিনিটে ফিগুইরা কিংসকে এগিয়ে দেন। পরে ৩০তম মিনিটে জোড়া গোলে করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বিরতির পর অবশ্য পেনাল্টি থেকে পুলিশের হয়ে একটি গোল শোধ করেন দানিলো।
এ জয়ের পর ১৫ ম্যাচে ১২ জয় ২ ড্র ও এক হারে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ।