কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক একটি এনজিও সংস্থার গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বুতিজা বেগমের (৬০) নিহত হয়েছেন। এ সময় তার পরিবারের আরও চারজন গুরুতর আহত হন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের আশরাফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। বুতিজা বেগম কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরনপাড়া এলাকার নুরুল হকের স্ত্রী।
দুর্ঘটনায় আহতরা হলেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার আতিকুর রহমান, তার স্ত্রী মুন্নি আক্তার, ছেলে সোহেল মনি। তারা সবাই অটোরিকশাযোগে চকরিয়ার হারবাং এলাকায় নিহতের ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী মামুন রশীদ বলেন, এনজিওর গাড়িটি বেপরোয়া গতিতে গিয়ে চকরিয়া অভিমুখী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রী বুতিজা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। শিশুসহ অপর যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।