advertisementsp
advertisement
advertisement.

ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২২ ০৮:৩৭ এএম | আপডেট: ১৩ মে ২০২২ ০৮:৩৭ এএম
advertisement..

ভিনিসিউসের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ফলে এক ম্যাচ পরই লা লিগায় জয়ে ফিরল ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, রদ্রিগো ও ফেরলঁদ মঁদি।  অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন লুকা মদ্রিচ।

advertisement

এদিকে ম্যাচ হেরে আগামী মৌসুমে অবনমন নিশ্চিত হলো লেভান্তের।

এদিন খেলার ১৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন মঁদি। মদ্রিচের পাসে গোল করেন তিনি। ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয়।ভিনিসিউসের ক্রসে চমৎকার হেডে ব্যবধান গোল করেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।

৩৪তম মিনিটে গোলের দেখা পান রদ্রিগো। এবারও এই গোলে সহায়তা করেন ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ।

বিরতির পর ৪৫তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন ভিনিসিউস। নিখুঁত পাসে তাকে খুঁজে নেন মদ্রিচ। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়দের এড়িয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ভিনিসিউস।

ম্যাচের ৬৮তম মিনিটে ভিনিসিউস দ্বিতীয় গোলের দেখা পান। পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে ফাঁকা জালে বল পাঠানোর সুযোগ করে দেন তিনিই। পরে ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান। লুকা ইয়োভিচের কাছ থেকে বল পেয়ে লেভান্তের দুই খেলোয়াড়কে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।

লিগে এই জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৮৭। সমান ম্যাচে লেভান্তের পয়েন্ট ২৯।