ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর কাছ থেকে সহস্রাধিক বসতি পুনরুদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে এক বার্তায় তিনি এ কথা জানান বলে সিএনএনের খবরে বলা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, শুক্রবার রুশ বাহিনীর কাছ থেকে ছয়টি বসতি পুনরুদ্ধার করেছে ইউক্রেন এবং ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১০১৫টি বসতি দখলমুক্ত হয়েছে। তবে বসতিগুলো ঠিক কী পরিমাণ এলাকাজুড়ে বিস্তৃতি তা স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমরা বসতিগুলোতে বিদ্যুৎ, পানি, যোগাযোগ, পরিবহন, সামাজিক পরিষেবাগুলো ফেরাতে পেরেছি।’ তিনি বলেন, খারকিভ এলাকার ক্রমাগত মুক্তিতে এটাই প্রমাণ হয় যে ‘ইউক্রেন কাউকে শত্রুর হাতে ছেড়ে দেবে না’।