advertisement
advertisement
advertisement.

৮ বছর পর আবারও একসঙ্গে তারা

বিনোদন প্রতিবেদক
১৪ মে ২০২২ ০৫:৫৪ পিএম | আপডেট: ১৪ মে ২০২২ ০৮:৩৩ পিএম
‘মনের মানুষ’ নাটকের একটি দৃশ্য।
advertisement..

প্রায় আট বছর পর আবার একসঙ্গে কাজ শুরু করেছেন জনপ্রিয় তারকাশিল্পী মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। তাদের দুজনকে দেখা যাবে ‘মনের মানুষ’ শিরোনামের একটি টিভি নাটকে। এটি নির্মাণ রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

তিনি জানান, মিম শহরে পড়াশোনা করা মেয়ে। তার স্বামী মোশাররফ করিম থাকেন বিদেশে। স্বামী দেশে ফেরার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাদের জীবনে। সেসব ঘটনা সামলে কীভাবে তারা একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন তা নিয়েই গল্পটি। ‘মনের মানুষ’ প্রচার হবে আসছে ‍ঈদুল আজহায়।

advertisement

নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ভাষ্য, ‘আমার কাছে এই দুটি চরিত্রের জন্য দুজনকে পারফেক্ট মনে হয়েছে। তাই তাদের নিয়ে কাজটি করলাম।’

নাটকটি নিয়ে মিম বলেন, ‘এই নাটকের গল্পটা অন্যরকম। এমন ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করেছি কি না মনে নেই। আশা করি, গল্পে দর্শক ভিন্ন কিছু পাবে।’

মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্পটা আলাদা। মিমের সঙ্গেও অনেকদিন পর কাজ করলাম। আট বছর তো হবেই। সব মিলিয়ে ভালোই লেগেছে।’

জানা গেছে, সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় ‘মনের মানুষ’র দৃশ্যধারণ করা হয়েছে।

এর আগে, মোশাররফ করিম ও মিম একসঙ্গে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’ নাটকে অভিনয় করেছেন।