ইতোমধ্যে লিগ শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ কাদিসের মাঠে হোঁচট খেল। ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অপর ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আগে রিয়াল এই ম্যাচে করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়র, লুকা মদ্রিচসহ অনেককে বাইরে রেখে খেলতে নামে। মারিয়ানো দিয়াসের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুবেন সবরিনো।
অন্যদিকে শিরোপাশূন্য মৌসুমে লা লিগায় ড্র করেও অবশ্য রানার্সআপ হয়ে চার দলের স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নিল বার্সা।
৩৭ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ২১ জয় ও ১০ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৩।