advertisement
advertisement
advertisement.

পল্লবী-বিদিশার পর এবার বাড়িতে অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ

বিনোদন ডেস্ক
২৭ মে ২০২২ ১১:১৬ এএম | আপডেট: ২৭ মে ২০২২ ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত
advertisement..

একের পর এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর শোন যাচ্ছে টলিপাড়ায়। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এবার টলিপাড়ার আরেক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।

মঞ্জুষা বহুদিন ধরেই কাজ করছেন টলিউডে। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তার বন্ধু মঞ্জুষার অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে।

advertisement

পরিবার সূত্রে জানা গেছে, দিন তিন-চারেক আগে পাটুলিতে বাপের বাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। মঞ্জুষার মা তার মেয়ের জামাইকে বলে কিছুদিন যেন মেয়েকে তার সঙ্গে থাকতে দেয়। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান তার বন্ধু মঞ্জুষা। বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা।

মঞ্জুষার মায়ের দাবি, পল্লবীদের সঙ্গেও যোগাযোগ ছিল অভিনেত্রীর। বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন মঞ্জুষা। তার জেরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে এই মৃত্যু, তা পুলিশ তদন্ত করে দেখছে।