advertisement
advertisement
advertisement.

মা হলেন মারিয়া নূর

বিনোদন ডেস্ক
২৭ মে ২০২২ ১২:০৪ পিএম | আপডেট: ২৭ মে ২০২২ ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
advertisement..

মা হলেন শোবিজের দর্শকপ্রিয় মুখ, জনপ্রিয় উপস্থাপিকা, মডেল-অভিনেত্রী মারিয়া নূর। গত বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

আজ শুক্রবার সকালে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে মারিয়া নূর বলেন, ‘মে মাসে পৃথিবীতে এসেছে আমাদের পুত্র সায়হান জারিব। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

advertisement

বিষয়টি নিয়ে আর বেশি কিছু জানাননি মারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে তার ছেলে সায়হান।

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। টানা ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এলো তার ছেলে সায়হান।

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।