প্রথমবারের মতো টুইটারের কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইলন মাস্ক। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল এরই মধ্যে ই-মেইল বার্তায় কর্মীদের এ তথ্য জানিয়ে দিয়েছেন। চলতি সপ্তাহেই টুইটারের সব কর্মীদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন মাস্ক। টুইটারের একজন মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, এ আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আলোচনায় মাস্ক টুইটারের কর্মীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনবেন।
এর আগে ইলন মাস্ক টুইটার কর্তৃপক্ষের কাছে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে উপযুক্ত তথ্য চান। টুইটারকে পাঠানো এক চিঠিতে টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক বলেন, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে না পারলে তিনি টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসবেন।
চলতি বছরের মার্চেই ইলন মাস্ক বলেছিলেন তিনি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন। সে সময় তিনি বলেছিলেন, তিনি আশা করেন, টুইটার কর্তৃপক্ষ তাকে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেবে।