ফ্রান্সের প্যারিসে আওয়ামী লীগ ফ্রান্সের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্যারিসের লে শোভাল নোয়ার হোটেলের অডিটরিয়ামে স্থানীয় সময় দুপুর তিনটায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও হাসান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জি এম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে এম লোকমান হোসন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল বাকী, মোহাম্মদ আলী লিংকন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, নজরুল ইসলাম, হুমায়ূন কবির, হাফিজুর রহমান আলম, শেখ শাজাহান সারু, নিয়াজ মোহাম্মদ খোকন, নুরুল আবেদিন, জহিরুল হক, শাহজাহান শাহী, নুরুল হক ভূইয়া, আমিন খান হাজারীসহ কমিউনিটির প্রবাসীরা।
বক্তরা তাদের আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রবাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সর্ব ইউরোপের নেতাদের সিন্ধান্ত অনুযায়ী ফ্রান্স আওয়ামী লিগের নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে পরবর্তী তিন বছরের জন্য সুনাম উদ্দিন খালিকে সভাপতি ও নজরুল ইসলাম চৌধুরীকে ফ্রান্স আওয়ামি লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।