ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া অ্যান্টিগা টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থতার মিছিলে নাম লেখান। সেখানে ব্যতিক্রম নতুন টেস্ট অধিনায়ক। দুই ইনিংসেই ফিফটি করেন তিনি। অ্যান্টিগা টেস্টে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পেলেন বাংলাদেশের অলরাউন্ডার। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব। ৩৪৬ রেটিং পয়েন্ট তার। শীর্ষে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলেছেন সাকিব। তার ১৯ রেটিং পয়েন্ট বেড়েছে।
অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে ৫০ ছাড়ানো ইনিংস খেলেন সাকিব। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫৯০। এ তালিকার শীর্ষে ইংল্যান্ডের জো রুট (৮৯৭)। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ছাড়া এগিয়েছেন নুরুল হাসান সোহান। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ ছাড়ানো ইনিংস খেলা নুরুল আছেন ৯৯ নম্বরে। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ৫৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আগের মতোই ২৮ নম্বরে আছেন। বোলিংয়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ছয় ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন। দুই ধাপ এগিয়ে মোস্তাফিজ ৮০ নম্বওে উঠে এসেছেন। এ ছাড়া ইবাদত (৮৪) ও খালেদেরও (৯৭) র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। টেস বোলিং র্যাংকিংয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।