রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মনি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড আশকর আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। মনি ওই এলাকার আইয়ুব খানের ছেলে মো. পারভেজের স্ত্রী।
মনি আক্তারের বাপেরবাড়ি উত্তর রাঙ্গুনিয়া ধামাইরহাট এলাকায় বলে জানা গেছে। নিহত মনির সাড়ে চার বছর বয়সী এক কন্যাসন্তান ও দেড় বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী গৃহবধূ মনি আক্তারের ভাসুরের মেয়ে আঁখি আক্তার বলেন, টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হন। তিনি অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।