ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে তার বন্ধু নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বরের নাম মনীশ মাধেশিয়া। নিহতের নাম বাবু লাল যাদব, তিনি একজন সেনা সদস্য। পিস্তলটি তারই ছিল।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে পিস্তল উঁচিয়ে গুলি করছেন বর। তার চারপাশে বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে আছেন।
সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং বলেন, ‘তারা দুজন বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। নিহতের পরিবার একটি মামলা করেছে। মনীশ মাধেশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও জব্দ করা হয়েছে।’