বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচে সাত গোল দেখেছেন দর্শকরা। খেলার অন্তিম মুহূর্তে রুয়ান্ডার ডিফেন্ডার বাইসিঙ্গের গোলে জয় পায় সাইফ। তারা ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে সাইফের। শেখ জামালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে দলটি। ১৬টি ম্যাচ খেলে ৯টি জয়ে তাদের অর্জন ৩০ পয়েন্ট। শেখ জামালেরও অর্জন ৩০ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় তিন নম্বরে উঠে গেল সাইফ। অন্যদিকে পঞ্চম হারের স্বাদ পেয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা দলটির অর্জন ২৬ পয়েন্ট। একই দিন মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের নবীন দল স্বাধীনতা ক্রীড়া সংঘকে। মুক্তিযোদ্ধার অর্জন এখন ১১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তলানি থেকে আর উঠতে পারছে না স্বাধীনতা ক্রীড়া সংঘ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর একটি ম্যাচ উপহার দিয়েছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলা ৪৩ মিনিটে গোল পান তারা। শেষ দিকে আবারও ম্যাচে এগিয়ে যায় দলটি। কিন্তু দুবারই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনী। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে গোল পেয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফের ফুটবলাররা। সাইফের হয়ে ফয়সাল আহমেদ ফাহিম দুটি, রুয়ান্ডার এমারি বাইসিঙ্গে ও নাইজেরিয়ান ওগবাহ একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর হয়ে তিন গোল শোধ দেন নাইজেরিয়ান পিটার থ্যাংকগড ও ক্যান্ডি অগাস্টিন এবং আফগানিস্তানের অমিদ পোপালজে। চট্টগ্রাম আবাহনীর পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে, ২৮ জুন। সামনের ম্যাচে সাইফের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ।
এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ওবায়েদুর রহমান নওয়াবের গোলে জয় লিগে দ্বিতীয় জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ। খেলার ৪২ মিনিটে দিদারুল আলমের অ্যাসিস্টে গোল করেন নওয়াব। মুক্তিযোদ্ধা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। ২৬ জুন বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র পরস্পরের বিপক্ষে খেলবে। ২৭ জুন মোহামেডান ও শেখ জামালের ম্যাচ রয়েছে।