শীর্ষ গোলদাতা ফরাসি স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকুর সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়াল আরবি লিপজিগ। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
গত মৌসুমে বুন্দেসলিগায় ২০টিসহ ক্লাবটির হয়ে মোট ৩৫টি গোল করেছেন তিনি। একই সঙ্গে সব প্রতিযোগিতায় ৫০ ম্যাচে ১৯টি গোলে সহায়তা করেছেন এই ফরাসি। অসাধারণ পারফম্যান্সের কারণে গত মার্চে ফ্রান্স জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন এনকুনকু। একই কারণে সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। আগের চুক্তি মোতাবেক লিপজিগের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল এনকুনকুর। তবে আরও চার বছরের জন্য তার সেবা নিশ্চিত করেছেন লিপজিগের ব্যবস্থাপনা পরিচালক অলিভার মিন্টজলাফ।
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। ম্যাগাজিন কিকার ও ডেইলি বিল্ডের রিপোর্টে দাবি করা হয়েছে তার রিলিজ ক্লজ নির্ধারণ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। যেটি আগামী গ্রীষ্ম থেকে কার্যকর হবে।