আগামীকাল উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু ঘিরে রচনা করা হয়েছে অসংখ্য গান। কিছু গানের খবর উঠে এসেছে এ লেখায়। লিখেছেন- তারেক আনন্দ
পদ্মা সেতু নিয়ে বিটিভির উদ্যোগে একটি গানে কণ্ঠ দিয়েছেন ছয় সংগীতশিল্পী। আঁখি আলমগীর, কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়, শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- এমন কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার।
‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু’ শিরোনামের একটি গান তৈরি হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে। কবির বকুলের কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, ইমরান মাহমুদুল ও কিশোর দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেন কিশোর দাস।
মমতাজ বেগমের কণ্ঠে প্রকাশ হচ্ছে ‘পদ্মা সেতু’ শিরোনামের আরেকটি গান। হাসান মতিউর রহমানের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। বাংলাদেশ বেতারের একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও ঝিলিক। শফিকুল ইসলাম বাহারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
শিল্পকলা একাডেমি থেকে আরেটি গান তৈরি হয়েছে। এটির কথা লিখেছেন মোহাম্মদ আসাদউল্লাহ, সুর ও সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসেনে টুটুল।
জুলফিকার রাসেলের কথায় এবং ইবরার টিপুর সুর ও সংগীতে ‘ছিলো বিশ্বাস পারবোই’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, ইবরার টিপু, সুস্মিতা সাহা, স্মরণ, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, তৃষা, মৌমিতা, যায়ান, আপেল, মোমিন বিশ্বাস, তরিক মৃধা, শফিকুল ও মেজবাহ বাপ্পী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন।
কণ্ঠশিল্পী কাজী শুভর কণ্ঠে প্রকাশ হয়েছে ‘গর্বের পদ্মা সেতু’ শিরোনামের একটি গান। ওমর ফারুক ফারহানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। কণ্ঠশিল্পী মিলন ও নিশ্চুপ বৃষ্টির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘পদ্মা সেতু অহঙ্কার’ শিরোনামের গান। এটির কথা লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাঈম ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এ ছাড়াও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে রচিত হয়েছে আরও অনেক গান।