ময়মনসিংহের ঈশ^রগঞ্জে প্রকাশিত সংবাদের জেরে সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ^রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় সাংবাদিক ছাড়াও প্রায় পঞ্চাশজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মো. আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আবেদীন রেনু ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন।