বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ৮৯ লাখ ৯০ হাজার টাকা। রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট নিরসনে বিকল্প রাস্তাঘাট সৃষ্টি ও মেরামত, ড্রেনেজব্যবস্থা, বর্জ্য এবং পয়ঃনিষ্কাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আহসানুল হক কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হক, কারিগরি কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম হোসেন, শিক্ষক আবুল কালাম আজাদ বাবু, স্থানীয় সাংবাদিক ও কাউন্সিলররা।