বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল এবং কেন্দুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৩ জুন ত্রাণসামগ্রী বিতরণ করেন নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সামসুল কবির খান এবং নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সালমা আক্তার। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিবারকে বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাউল-৫ কেজি, আলু-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, ডাল-১ কেজি, লবণ-১ কেজি, তেল-১ কেজি মোট ১০ কেজি।
ছোট বস্তায় করে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা এখনো কোনো সাহায্য পায় নাই, তাদের অগ্রাধিকার দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বলাইশিমুল, নওপাড়া, কান্দিউড়া, মোজাফরপুর, চিরাং ইউনিয়নে বন্যার্থদের সাহায্যের জন্য অটোবাইক গাড়িতে মালামাল ভর্তি করা হচ্ছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।