advertisement
advertisement
advertisement.

বুলডোজারে করে বিয়ে

আমাদের সময় ডেস্ক
২৪ জুন ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৩ জুন ২০২২ ১১:৩৬ পিএম
advertisement..

হাতি-ঘোড়ায় চড়ে নয়, এবার বুলডোজারে করে বিয়ে করতে এসেছেন বর। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ওই প্রতিদেশের বাহরাইচ শ্রাবস্তি রোডের বাসিন্দারা এ ঘটনার সাক্ষী। কনের নাম রুবিনা। সেখানকার লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে

advertisement

গেছেন! বুলডোজারসহ ওই শোভাযাত্রা দেখে হাসি চেপে রাখতে পারেননি স্থানীয়রাও।

প্রসঙ্গত, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই তার সমর্থকরা বুলডোজার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জায়সওয়াল জানিয়েছেন, বুলডোজার সুষ্ঠু প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে রাজ্যে। সমস্ত সম্প্রদায়ই তা গ্রহণ করেছেন।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব অনেকেই। তাদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজার ব্যবহার করা হলেও মূলত বুলডোজার হলো ধ্বংসের প্রতীক। সম্প্রতি সুপ্রিমকোর্ট যোগী প্রশাসনকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বেআইনিভাবে বুলডোজার নীতি প্রয়োগ করা যাবে না।