advertisement
advertisement
advertisement.

দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে

ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন শিক্ষকসহ নিহত ৫ জন

২৬ জুন ২০২২ ১২:০০ এএম
আপডেট: ২৫ জুন ২০২২ ১১:৫১ পিএম
advertisement..

সারাদেশে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা না হওয়াটাই যেন এক অলৌকিক বিষয়। এ নিয়ে এত আলোচনা, আন্দোলন ও নিদের্শনার পরও সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। গতকাল আমাদের সময়ের এক প্রতিবেদনে জানা গেছে, নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন শিক্ষকসহ ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ৮ জনের প্রাণ ঝরেছে সড়কে। তাদের মধ্যে সিলেটে ট্রাকচাপায় মা-ছেলে, বগুড়ায় দুই শিশুসহ ৩, দিনাজপুরের বিরামপুরে ১, মানিকগঞ্জের সিংগাইরে ১ ও বাগেরহাটের মোরেলগঞ্জে ১ জন রয়েছেন। এভাবেই প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু কিংবা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তা খুবই দুঃখজনক।

এটি বলার অপেক্ষা রাখে না, দুর্ঘটনার শিকার হয়ে যেভাবে একের এক মৃত্যুর ঘটনা ঘটছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এটি একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষকে প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, যানবাহনে চড়তে হয়। চলার পথেই আর কত মানুষের এভাবে মৃত্যু হবে! আমার কি কোনোভাবেই এটি প্রতিরোধ করতে পারব না? সঠিকভাবে প্রশিক্ষিত নন- এমন চালকের সংখ্যা কম নয়। দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়াভাবে গাড়ি চালানো। যখন গাড়ির গতি বৃদ্ধি ছাড়াও মহাসড়কে বড় যানবাহনের সঙ্গে ছোট যানবাহন চলার কারণে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ আসছে, তখন এ বিষয়টি বিবেচনা করে সঠিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে দ্রুত। দুর্ঘটনার নেপথ্যের কারণগুলো বিচার-বিশ্লেষণ করে ওই অনুযায়ী নিতে হবে সুষ্ঠু পদক্ষেপ।

advertisement

প্রতিবার দুর্ঘটনার পর পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদন কোনোদিন আলোর মুখ দেখে না। সঙ্গত কারণেই দোষীদের শাস্তিও হয় না। বিচারহীন, প্রতিকারহীন অবস্থায় কোনো কিছু চলতে থাকলে এর পুনরাবৃত্তি তো ঘটবেই। তাই দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। দুর্ঘটনা প্রতিরোধের উপায় নিয়েই ভাবতে হবে সংশ্লিষ্ট বিভাগকে। সড়ক দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। সামগ্রিকভাবে দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টরা যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে দৃঢ় ও আন্তরিক হবেন- এমনটিই প্রত্যাশা।