সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে গেলেন শোয়েব আখতার। শনিবার হজ পালনে সৌদির উদ্দেশে উড়াল দেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হজ পালনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন। এক টুইটে শোয়েব আখতার দু’টি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে হজের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।
ছবির ক্যাপশনে শোয়েব লিখেন, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের সরকারি আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য রওনা হলাম। মক্কায় অনুষ্ঠেয় একটি হজ কনফারেন্সে আমি ভাষণ দেব, যেখানে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা থাকবেন।
পাকিস্তানে সৌদি আরবের দূতাবাস ও সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে ধন্যবাদ জানিয়েছেন শোয়েব।