সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তারের সময় চারটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, নগদ ১২ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়।
আজ রোববার সকালে র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজশাহী গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ এলাকার রাশিদুল হক মনি, একই এলাকার কামরুজ্জামান রনি এবং চাঁপাইনবাবগঞ্জের হরমা এলাকার শাকিল আহমেদ।