দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় এবার ভেসে উঠেছে ৯ কেজি ওজনের মৃত কাতলা মাছ। আজ মঙ্গলবার সকালে হালদা নদীর রাউজান অংশের কাগতিয়া স্লুইচগেটের পাশ থেকে মাছটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, বড়শি খেয়ে মাছটির মৃত্যু হয়েছে। মাছটির ওজন ৯ কেজি, দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং প্রস্থ ১০ ইঞ্চি।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, চলতি মাসে তিনটি মৃত গাঙ্গেয় ডলফিন ভেসে উঠার পর এবার ভেসে উঠেছে কাতলা মাছ। মাছটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক মাছটির মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।