ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাঙ্কিংয়ে ২০২২ তালিকায় স্থান পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)।
ডব্লিউইউআরআই র্যাঙ্কিং ২০২২ এর তালিকায় উল্লেখযোগ্য বিভিন্ন বিভাগের ছয়টি ক্যাটাগরির মধ্যে (এআইইউবি) ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলুশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এথিক্যাল ভ্যালুস, এন্টারপ্রিনিউরিয়াল স্পিরিট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, গ্লোবাল টপসহ পাঁচটি বিভাগের বিশ্বব্যাপী তালিকায় স্থান পেয়েছে।
ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলুশন বিভাগে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এআইইউবি শীর্ষস্থান অর্জন করেছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং এথিক্যাল ভ্যালুস বিভাগে এআইইউবি বিশ্বব্যাপী শীর্ষ ৫০ তালিকায় স্থান পেয়েছে। পাশাপাশি এন্টারপ্রিনিউরিয়াল স্পিরিট এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন র্যাঙ্কিং বিভাগে এআইইউবি ৫১-১০০ তালিকায় স্থান পেয়েছে।
সেইসঙ্গে গ্লোবাল টপ ১০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির তালিকায় এআইইউবি ১০১-২০০ তালিকায় স্থান পেয়েছে।