দশটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া বোয়ালমারী রোমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চানদু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)। র্যাব জানায়, বিপ্লব ও লিটন বোয়ালমারী বাজারের ওয়ার্কশপে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করেছে এবং এই অংশগুলো পরে গভীর রাতে বোয়ালমারী সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রঙ করার কাজ করেছে।