পর্দা নেমেছে বার্মিহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের। তবে আসর শেষে পাকিস্তানের দুই বক্সারের নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। পাকিস্তানের বক্সিং ফেডারেশন এমনটি জানিয়েছে।
পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।
এ ব্যাপারে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিক সংস্থা চার জনের দল তৈরি করেছে।
নাসির টাং বলেন, ‘ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে।”
এ বারের কমনওয়েলথ গেমসে মোট ৮টি পদক পেয়েছে পাকিস্তান। তবে বক্সিং থেকে কোনো পদক পায়নি তারা। ভারোত্তোলন এবং জ্যাভলিনে স্বর্ণ জিতেছে পাকিস্তান।
শ্রীলংকা দলের এর আগে তিন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। যদিও পরে তাদের মধ্যে দু’জনকে খুঁজে পাওয়া গিয়েছিল বলে জানানো হয়।