advertisement
advertisement
advertisement.

কোনাল-মিলনের ‘পাইনা তোকে’

বিনোদন প্রতিবেদক
১৪ আগস্ট ২০২২ ০১:১৪ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২২ ০১:১৪ পিএম
কোনাল (বাঁ থেকে) মিলন ও ইমরান।
advertisement..

প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী কোনাল ও মিলন। গীতিকবি জামাল হোসেনের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানের শিরোনাম ‘পাইনা তোকে’।

মিলন বলেন, ‘কোনাল আপুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করলাম। খুব ভালো লেগেছে কাজটি করে। গানের গীতিকার জামাল হোসেন ভাইয়া এবং সুর-সংগীত করেছেন আমার বস ইমরান মাহমুদুল ভাই।’

advertisement

তিনি আরও বলেন, ‘বহুদিন ধরে কোনাল আপুর সঙ্গে গান গাওয়ার ইচ্ছে ছিল। এতদিন গাওয়া হয়নি। তবে ভালো একটি গানের অপেক্ষায় ছিলাম। আশা করি, গানটি ভাইরাল হবে।’

জানা গেছে, কোনাল-মিলনের ‘পাইনা তোকে’ গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে থেকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে।