advertisement
advertisement

সব খবর

advertisement
advertisement

নতুন আয়োজনে পর্দায় পুরনো ‘অ্যাভাটার’

বিনোদন সময় প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৮ এএম
advertisement

১৩ বছর আগে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার’ এখনো চলচ্চিত্রজগতের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছে। দীর্ঘদিন থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী পর্বের জন্য। সুখবর হলো, আগামী ১৬ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান ঘটাতে পর্দায় আসছে নতুন পর্ব ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। তবে এর আগেই নতুন আয়োজনে পর্দায় ফিরছে পুরনো ‘অ্যাভাটার’। আজ আবারও বিশ^ব্যাপী মুক্তি পাচ্ছে রেকর্ড গড়া এই ছবি। এবার ফোরকে (৪শ) হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে এটি দেখানো হবে। তবে মাত্র দুই সপ্তাহ ছবিটি প্রদর্শনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি দেখতে পারবেন দর্শক। বিষয়টি নিশ্চিত করেছেন মাল্টিপ্লেক্সটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।

advertisement 3

জেমস ক্যামেরনের ‘টারমিনেটর টু’ তাবৎ দুনিয়ার বক্স অফিসে ঝড় তোলার পর পরই পরিচালক ভেবেছিলেন ‘অ্যাভাটার’ নির্মাণের কথা। এ জন্য ১৯৯৪ সালে ৮০ পৃষ্ঠার একটি চিত্রনাট্য লেখেন তিনি। কিন্তু ছবিটি বানানোর মতো প্রযুক্তির অভাবে বাক্সবন্দি করেন সব পরিকল্পনা। নির্মাণ করেন ‘টাইটানিক’। রেকর্ড পরিমাণ ব্যবসাসফল এই ছবি জিতে নেয় ৯টি অস্কার। ২০০৫ সালে ক্যামেরনের প্রতীক্ষার অবসান হয়।

advertisement 4

advertisement