ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের গাগলার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজ্জ্বল উপজেলার বোকাইনগর মামুদ নগর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উজ্জ্বল অচিন্তপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। আজ দুপুরে তিনি ও তার তিন সঙ্গী অচিন্তপুর থেকে মোটরসাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান এবং আরও ১০ জন গুরুতর আহত হন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’