রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় লেগুনার ধাক্কায় আহত মোসা. সালমা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন।
মৃতের মেয়ের জামাই মনির হোসেন বলেন, তার শাশুড়ি মালিটোলার পুরানা মোগলটুলী এলাকায় থাকতেন। শুক্রবার মোগলটুলী থেকে বংশালে তার বাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। পুরানা মোগলটুলীর
৬৬/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
বংশাল থানাপুলিশ জানায়, দুর্ঘটনায় দায়ী লেগুনাটি জব্দের পাশাপাশি চালককে আটক করেছে বংশাল থানাপুলিশ।