ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মায়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে কয়েকজন নিহত সেনার মায়েরাও উপস্থিত ছিলেন। খবর বিবিসি।
পুতিন মায়েদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ছেলে হারানোর শূন্যতা কোনো কিছুতে পূরণ সম্ভব নয়। বিশেষ করে একজন মায়ের জন্য এটি কষ্টের। এদিকে সমালোচকরা বলছেন, বৈঠকে যাদের আনা হয়েছে তাদের আগেই যাচাই-বাছাই করা হয়েছে। এমনকি যুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের জন্য তাদের বক্তব্য ব্যবহার করা হতে পারে।