দেশে দেশে বিক্ষোভ
জাতিসংঘ ঘোষিত ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে বিশে^র বিভিন্ন দেশে হাজার হাজার নারী-পুরুষ রাজপথে বিক্ষোভ করেছে। বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলোতে পথে পথে মানুষের ঢল লক্ষ করা গেছে। খবর আল জাজিরা।
লাতিন আমেরিকার দেশগুলোতে নারী নির্যাতনের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। একটি জরিপে দেখা গেছে, মেক্সিকোয় প্রতিদিন ২০ জন নারী হত্যার শিকার হয়ে থাকেন। দেশটির জনপ্রিয় রাজনৈতিক নেত্রী ক্লডিয়া শেইনবাউমÑ যিনি আগামী ২০২৪ সালের নির্বাচনে দেশের প্রেসিডেন্ট হতে পারেন ধারণা করা হচ্ছে। ক্লডিয়া গত বুধবার শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে দিবসটি পালন করতে গিয়ে তুরস্কের নারী অধিকারকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। তুরস্কের তাকসিম স্কয়ার থেকে বেশ কয়েকজন আন্দোলনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যÑ সমাবেশের জন্য কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ায় তাদের আটক করা হয়েছে। সেখানে একজন সাংবাদমাধ্যমকে বলেন, আমাদের স্বাধীনতার জন্য আমরা চুপ থাকব না, রাষ্ট্রীয় সন্ত্রাসের সামনে আমরা আত্মসমর্পণ করব না।