বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে দেশ ও বিদেশের একাধিক ওটিটি প্ল্যাটফর্ম কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে নতুন আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম। ২৮ নভেম্বর ‘দীপ্ত প্লে’ নামে দেশের নন এই ওটিটি প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে সুস্থ ধারার দীপ্ত অনুষ্ঠান। নতুন নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। এটি মূলত দীপ্ত টিভির একটি অঙ্গ প্রতিষ্ঠান।