advertisement
advertisement
advertisement

দেয়ালে পিঠ জার্মানির অটল রয়েছে স্পেন

মাইদুল আলম বাবু, দোহা থেকে
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

দুঃস্বপ্নের মুখোমুখি বিশ্বকাপের দৈত্যখ্যাত জার্মানি। আল বায়াত স্টেডিয়ামে আরও একটি বিশ্বকাপে জার্মান ট্র্যাজেডি হয়ে যেতে পারে। স্পেন যে ফর্মে রয়েছে এতে করে সেটা মনে হওয়া স্বাভাবিক। জাপানের কাছে ২-১ গোলে হেরে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পিঠ দেয়ালে ঠেকেছে। আর বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে স্পেন আছে ভয়ঙ্কর ফর্মে। ৭-০ গোলে কোস্টারিকাকে উড়িয়ে দিয়ে চাপমুক্ত ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

জার্মানি ২০১৮ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। অথচ ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। জাপানের ম্যাচে ধাক্কা খেয়েছে তারা। এমনটা স্বপ্নেও ভাবেননি ম্যানুয়েল ন্যয়াররা। এমন তরুণ ও তারকাখচিত দল হেরে বসে আছে জাপানের কাছে।

advertisement

জার্মানি ও স্পেন এখন পর্যন্ত ২৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। জার্মানি ৯টি ম্যাচ জিতলেও স্পেন ৮টি জয়ী হয়েছে। আর ড্র হয়েছে ৮ ম্যাচ। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে জার্মানি-স্পেন ম্যাচ খেলেছে। উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেন ৬-০ গোলে জার্মানিকে হারিয়েছিল। স্পেনের সঙ্গে জার্মানি সর্বশেষ ৫ ম্যাচে ১টিতে জিতেছে। আর সেটা ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে জার্মানি-স্পেন। ১৯৬৬ ও ১৯৮২

বিশ্বকাপে জার্মানি জিতেছিল। ১৯৯৪ বিশ্বকাপের ম্যাচটি হয়েছিল ড্র। ২০১০ সালে জার্মানিকে ১-০ গোলে স্পেন হারিয়েছিল।

advertisement

জার্মানি ৪-২-৩-১ ফরমেশনে খেলবে আজ। অন্যদিকে স্পেন ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামবে। কোস্টারিকার ম্যাচে হাজারের ওপর পাস দিয়েছিল তারা। জার্মানিরও মাথা ঘুরিয়ে দিতে চাইবে তারা। জার্মানির দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের ম্যাচটি কঠিন হবে। স্পেন বল পজেশনে রাখছে বেশি। সেই টিকিটাকার মতো ফিরে এসেছে। কোচ এনরিকে বার্সেলোনার ধারা এখন স্পেনে চালু করেছেন। আর আবার ২০১০-এর মতো কাঁপিয়ে দিতে চায়।

স্পেনের বিপক্ষে লরি সান খেলবেন কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্পেনের ম্যাচে তার খেলাটা জরুরি অবশ্য। তার চোট জার্মানির জন্য বড় ধাক্কা হতে পারে। জার্মানির স্ট্রাইকার কাই হাভার্টজের দায়িত্ব বেড়ে যায় সে ক্ষেত্রে। জার্মান কোচ হ্যান্সি ফ্লিক চাপে রয়েছেন। বিশ্বাস হারাননি তিনি, ‘আমার দলের সবাই নিয়মিত নিজেদের উন্নতি করছে। এই দলের যোগ্যতা ও সামর্থ্য রয়েছে। এখনই ছাড়ার সময় আসেনি। আমাদের এ দলের ওপর ভরসা রাখতেই হচ্ছে।’

স্পেনের আক্রমণভাগ ভয়ঙ্কর। অলমো, অ্যাসেনসিও ও তোরেস গোলে নিয়মিত। ডিফেন্সে রদ্রি ও লাপোর্তে ভালো করেছেন আগের ম্যাচে। স্পেনের কোচ লুইস এনরিকে বলছেন সাধনার কথা। তিনি বলেন, ‘আমরা আসলে অনেক দিন ধরেই ভালো কাজ করছি। আর সে জন্যই ফল আপনাদের সামনে দেখা যাচ্ছে। আমরা আক্রমণের পাশাপাশি রক্ষণে ভালো করেছি আগের ম্যাচে। সে জন্য ভাবনার কিছু আপাতত নেই।’