advertisement
advertisement
advertisement

বাস থেকে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

৩ ভারতীয়সহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দর্শনাগামী দুটি বাস থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬৩৭ ভরি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় তিন ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। আটক যাত্রীরা হলেনÑ ভারতীয় নাগরিক নবী হুসাইন, শাহাজাদা ও মোহাম্মদ ইমরান এবং রাহাত খান, মোহসিন আল মাহমুদ, কাজী মামুন, সৈয়দ আমীর হোসেন, শামীম, মামুন, বশির আহমেদ কামাল, মামুন সরকার, আতিকুর রহমান মীনা। গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে একটি টিম শুক্রবার দিনগত রাত ৩টার দিকে গাবতলী মাজার রোড থেকে বাবুবাজার ব্রিজ হয়ে দর্শনাগামী পূর্বাশা পরিবহন এবং রয়েল পরিবহন নামে দুটি এসি বাসে তল্লাশি চালায়। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা টিম পুলিশের সহযোগিতায় বাস দুটির ভেতরে উঠে সন্দেহভাজন যাত্রীদের শনাক্ত করে। এরপর তাদের পার্শ্ববর্তী ঝিলমিল হাসপাতাল (প্রা.) লিমিটেডে নিয়ে এক্স-রে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে মোট ১২ জন যাত্রীর মধ্যে ৫ জনের রেক্টাম এবং সাতজনের লাগেজের হ্যান্ডলবার, মানিব্যাগ-কাঁধব্যাগের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় মোট ৭ হাজার ৪৩২ গ্রাম বা ৬৩৭ দশমিক ১৭ ভরি স্বর্ণ জব্দ করে। আসামিরা সরাসরি স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। তারা জব্দ করা স্বর্ণবারগুলো চোরাচালানের জন্য ঢাকা থেকে নিয়ে যাচ্ছিল।

advertisement

advertisement