advertisement
advertisement
advertisement

টেকনাফে কব্জি কেটে নেওয়ার অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির দুই হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদ্দিক আহম্মদকে (৫৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্দিকের পরিবারের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য এনামুল হক, চাঁদ মিয়া ও সাবু মিয়াসহ কয়েকজন গতকাল ধারালো অস্ত্র নিয়ে সিদ্দিকের ওপর হামলা চালায়। তারা সিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে দুই হাতের কব্জি কেটে ফেলে। সিদ্দিকের স্ত্রী রশিদা বেগম বলেন, ‘ইউপি সদস্য এনামুল হক ও তার

advertisement

সহযোগীরা ইয়াবাকারবারে জড়িত। তাদের ভয়ে আমরা প্রায় সাত বছর ধরে অন্য এলাকায় থাকি। কিন্তু মেয়েকে দেখতে আমার স্বামী নাজিরপাড়া যাচ্ছিলেন। পথে এনাম, সাবু ও চাঁদ মিয়াসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাছিম ইকবাল বলেন, ‘দুই হাতের কব্জি কাটা অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

advertisement

টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, সিদ্দিক নামে এক ব্যক্তির দুই কব্জি প্রতিপক্ষের লোকজন কেটে নিয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।