দিনাজপুরের বিরলে দুই শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন তাদের বাবা শরিফুল ইসলাম। নিজের অপরাধ স্বীকার করে গতকাল শনিবার বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
দিনাজপুর কোর্টপুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর গতকাল শরিফুল ইসলামকে (৩৫) বিকাল সাড়ে ৩টায় বিরল থানাপুলিশ আদালতে সোর্পদ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান সরকার ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার জন্য বিচারকের কাছে আবেদন করেন। দিনাজপুরের সিনিয়র জুডিশিলায় ম্যাজিস্ট্রেট লিমেন রায় বিকাল ৪টা ১০ মিনিট থেকে জবানবন্দি লিপিবন্ধ শুরু করে বিকাল ৫টায়
শেষ করেন।
শরিফুল বিরল উপজেলার পৌর এলাকার শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের সূত্রটি জানায়, আসামি এমন অপরাধের জন্য অনুতপ্ত হয়ে নিজেই দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠান আদালত।
জানা যায়, গত শুক্রবার বিকালে শরিফুল তার দুই ছেলে রিমন হাসান (৭) ও ইমরান হাসানকে (৩) শীতের কাপড় কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিষ খাইয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা উম্মে কুলসুম বাদী হয়ে গতকাল শনিবার সকালে বিরল থানায় শরিফুলকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন।
প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম কৃষি কাজের পাশাপাশি আইসক্রিম বিক্রি করেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে স্ত্রী ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। গত সপ্তাহে স্বামী শরিফুলের কাছে একটি তালাকনামা পাঠান তিনি। প্রতিবেশীদের ধারণা, স্ত্রীর প্রতি ক্ষোভ ও হতাশা থেকে নিজের দুই ছেলেকে হত্যা করেছেন শরিফুল।