কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধ অনেকটা এলোমেলো ফুটবল খেলে আর্জেন্টিনা। মেক্সিকোও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধ গোলশূন্য রয়েছে।
শনিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যদিও বল পজিশনে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে একটিও বলার মতো আক্রমণ করতে পারেনি।
এর আগে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে যায়। তবে মেক্সিকো ড্র করেছে পোল্যান্ডের বিপক্ষে।