পুরো আলোটা নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রয়োজনের সময় তিনি দেবদূতের মতো হাজির হন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অবিশ্বাস্য গতির ঝড়ে পরাস্ত করলেন ডেনমার্ককে। এক আকাশ আশা নিয়ে কাতার বিশ্বকাপে এসেছে এরিকসেনের ডেনমার্ক। বিনা যুদ্ধে ছাড় দেবে না, এমন ঘোষণা দিয়ে শুরুতেই তারা তিউনিসিয়ার সঙ্গে ড্র করে বসে। দ্বিতীয় ম্যাচে হেরে যেতে হলো তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পের কাছে। জোড়া গোল করে
ডেনমার্ককে হারিয়ে দিলেন এমবাপ্পে। রাস আবু আবাউদ স্টেডিয়ামে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।
ক্লাব ও দেশের হয়ে এ বছর ৫০ গোল করে ফেললেন এমবাপ্পে। ক্যারিয়ারে এ প্রথম তিনি এমন কৃতিত্ব দেখাতে সমর্থ হলেন। ডেনমার্ক ফ্রান্সকে বেশ চাপে রেখেছিল। প্রথমার্ধে ফ্রান্সের অলিভিয়ের জিরু গোল মিস করেছেন অনেক। ডেনমার্কও সফল হয়নি গোলে। ফলে প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল ম্যাচ। পরের অর্ধে ফ্রান্স আরও ভয়ঙ্কর ছিল আক্রমণে। ৬১ মিনিটে হার্নান্দেজের পাসে প্রথম গোলটি করেন এমবাপ্পে। ৬৮ মিনিটে ক্রিস্টিনসেন ডেনমার্ককে সমতায় ফেরান। ৮৬ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে আবার গোল করেন এমবাপ্পে। অসাধারণ জয়ে ফ্রান্স এখন নকআউট পর্বে।